রাকা দেখা পাকা দেখা
অনীক সান্যাল রাকার মৃত্যুর পর তাহাকে প্রথম দেখিয়াছিলেন নিজ শয়নকক্ষের দক্ষিণ জানালার বাহিরে প্রতিবেশী মণ্ডলদের ছাতিম বৃক্ষের তলে। রাত্রি-বেশ পরিহিতা যুবতী যেন ছাতিম-বৃক্ষের নিম্নের রসস্থ ভূমিকে আপন সুখশয্যা মনে করিয়া নিশ্চিন্তে নিদ্রা যাইতেছিল। তাহার শায়িত দেহের আশেপাশে জড়ো হইয়া চিৎকার করিতেছিল শালিক পাখির ঝাঁক। ঝাঁক বলিতে গেলে সাতটি শালিক, তাহারা নিদ্রিত যুবতীর খুলি খুলিয়া মস্তিষ্কের […]
Recent Comments