শারদীয়া
শারদীয়া ১ পর্যায় সারণিতে যথাযথ অবস্থান মেনে বেঁকেচুরে পেরিয়েছি ব্যাগাটেলি মোড় মাংসকুচি যদি কিছু রেখে আসি পেরেকের গায় ততটুকু মাফ করে ফিরে নাও গর্ভে, দয়াময়ী, বকেয়া জীবন। আর একটি জন্ম নেই বলে বড় মনস্তাপে কাটে বেলা সুখ দুঃখ একটি জীবনে মিলেমিশে একাকার হয় আর একটি জন্ম নেই বলে মন জুড়ে ভেঙে নিজেরই ধাঁধাঁয় জন্ম নিই […]
Recent Comments