প্রপাগান্ডা
সবচেয়ে উঁচু সিঁড়িতে দাঁড়িয়ে যাজক বলছেন- সকলের ভালো হবে। শাঁখ বেজে উঠছে মহল্লায়। উলুর শব্দে চাপা পড়ে যাচ্ছে আগুন পোহার গান, বেশ্যাদের হাসি। পা তুলে উলটে মরে থাকছে কিছু অকৃতজ্ঞ চড়াই। আপিসফেরত, আরও ঘন করে জড়িয়ে নিচ্ছি পশমী মাফলার। বাংলার ঠেকে বসে বৃদ্ধ মার্ক্স বিনিময়ের শেষ সূত্র লেখার চেষ্টা করছেন। ভারতবর্ষের অসমান মাটিতে রাখা কাঠের […]
Recent Comments