• অরণ্যে আমার আবাস

    এক প্রাক-অরণ্য বাসের দিনগুলি চুড়োয় চুড়োয় আটকে থাকা মেঘ আর কুয়াশার চাদর মুড়ি দিয়ে মাইলের পর মাইল জুড়ে জন্মাবধি দাঁড়িয়ে আছে ঘন জঙ্গলে ঘেরা পৃথিবী বিখ্যাত আকরিক লোহা-পাথরের সারি। এই পাহাড়শ্রেণীর সবচাইতে উঁচু পাহাড়ের নাম লোহাপাহাড়। লোহাপাহাড়ের চুড়োর কাছে  ক্যাম্পের নাম লোহাপাহাড় হিল টপ ক্যাম্প আর পাহাড়তলির ক্যাম্প হল লোহাপাহাড় বেস ক্যাম্প।  দুই ক্যাম্পের  যাতায়াতের […]