শেষ চিঠি

তোমাকে চিনেছি, তাই, চলে গেলে

নির্বিকল্প দূরে

বীজমন্ত্র উচ্চারণ করবার

অবকাশ দিলে না। যদি বেঁধে ফেলি?

যদি মায়া ভেঙে যায়? যদি…

 

ততদূর ভাবনার সাহস হলো না।

দূরে থাকো। ভালো থাকো।

 

যেভাবে হাওয়ার সাথে

সুতোর বাঁধনহীন ঘুড়ি উড়ে যায়…

Facebook Comments