অ-লেখকের কথা
মাঝে মাঝে আমি লিখব ভেবে বসি । তারপর বেশ কিছুক্ষণের কাগজে কলমে যুদ্ধে তৈরি হয় কয়েকটা আঁকিবুঁকি, কাটাকুটি । লেখা হয়না । কিন্তু যারা লেখেন কত অকিঞ্চিৎকর ঘটনাকেই ছবির মত ফুটিয়ে তোলেন । আমি পারিনা কিছুতেই । প্রায়শই আমি বাসে ঝুলতে ঝুলতে বাড়ি ফিরি। একজন লেখক হলে লিখতেন “পিঠের ব্যাগটাকে সামনে নিয়ে ঘড়ঘড় শব্দ করতে […]
Recent Comments