উত্তাপ

উত্তাপ চেপে আছো তুমি, বোঝ না, বুকের ভেতর 
চাপা আছে সেই সুপ্ত জপমালা। 
না হয় আবার নতুন ভাবে শুরু করি বস্ত্রশুদ্ধি,  
সন্ধি চাই, 
পরিপাটি  জীবনের সাথে না হয় আর একবার বোঝাপড়া হোক 
আবার নিজের জাগায় ফিরে ভাবি।  
দেখো তোমার মাঝে একটা পৃথিবীর শৃঙ্খল আছে 
তাকে সাজিয়ে গুছিয়ে শাসনের আওতায় 
মন্ত্রণার চৌকাঠে স্বস্তির পরাকাষ্ঠায় দাঁড় করিয়ে 
তারপর তুমি তর্পণে যাও 
নদী স্রোতার ধ্বনি কল্লোলে সেদিনের পবিত্র উচ্চারণ উঠে আসে 
ভাঙা গড়ার সৈকতভূমি এই পৃথিবীর তুমিও একজন জেনো 
ভবিষ্যৎ নামহীন এক অস্তিত্বর সাথে তুমি প্রকৃতির মত স্তব্ধ 
আসলে নড়ে ওঠার মাঝেই থেমে যাওয়ার বিষ পাত্র রাখা  
আসলে ছুঁয়ে থাকার মাঝেই স্পর্শকাতরতা ভেঙে যেতে থাকে 
মুঠোয় জাপ্টে ধরার অনুভব আর তখন থাকে না।

Facebook Comments