Sep
19
তর্পণ
দুই হাত পুরে জল নিয়েছি মা গো মুখ খোলো এই
আলগা মুঠি
এর আঁধারের মূলে আছে স্রোতস্বিনী কোনো
সপ্তদ্বীপের মাটি কোটি কোটি বৎসরের প্রায় ধুয়ে
ধুয়ে চন্দনপাটায় পড়ে বরষাসম্ভবে তাই মুঠি
ভরে নিয়ে আসি মুখে পুরে দিই আলো জল আলো
আলো আলো জল
অথচ এ মহালয় মাতৃচ্ছায়াহীন।
এ মন্দিরে দেবী নাই।
আবক্ষ গাহন করি নদীগর্ভে তোমাকে খুঁজেছি
জানো, ও গো মা আমার, চিরবন্ধু, অন্যজন্মভার
এই দেখ এই জল, ভুক্তাবশিষ্ট তোর পান করে করে আমি
বারম্বার ঘুরে যাই প্রভাসে, কণ্বের কাছে, বদরিকাশ্রমে।
ঘর ছেড়ে কন্যা তোর নরপতিপথে
একবস্ত্রা রজস্বলা মাতৃঋণ মস্তকে ধরেছি
জ্ঞানত ক্ষুধায় শোধ কণকাঞ্জলির, মা গো
মুঠি মুঠি বীজধান তাই আমি ফেলে যাই বিহনে প্রদোষে রিক্ত অবসরপথে
Tags :
কবিতা
Facebook Comments