Sep
15
সজ্জাতুর
সজ্জাতুর তুমি
আতুর ঘুমেও মরা চাঁদ তোমার গা বেয়ে নেমে আসে
সবাই যখন ঘুমোয় মাঝ রাতে জেগে ওঠো তুমি
কিছু মানুষ আর্দ্রতার ছায়ায় ঘুমের দুঃস্বপ্ন দেখে।
আর কতটা জায়গা চাই উড়ে যাবার ? এখানে প্রশস্ত আকাশ নেই
অথচ আরো হালকা হয়ে যেতে যেতে শরীর
দুঃখ বিনা জীবনের অনুভব মরে যায়
পাতার ঘরে যে বসে আছে তপস্বী
সে খোলসের মাঝেও জেগে ওঠে অমৃতসিদ্ধি
থিতিয়ে আছে প্রাণ ধোঁয়ার রন্ধ্রে নাক আঁটা শ্বাস
আগুন নিভে গেল, তবু ভস্ম একদিন উজ্জীবিত হল
উদ্ধত হল সে তোমার বুকের ভেতর।
Tags :
কবিতা
Facebook Comments