শারদীয়
এই মেঘান্ত ঋতুতে
অর্জনের ঋতু বর্ষা।
শরৎ, সর্জনের।
এবং বিসর্জনের।
বিসর্জনে বিসর্জনে মেঘ আজ বৈধব্যধবল।
সৃজনে-রোমান্সে-কৃত্যে নিচে ফুল্ল ভূমণ্ডল।
শরৎ, শারদীয়
কাশফুলের আভারূপে বিচ্ছুরিত ওই
ফুরফুরে ঋতুরেণু আজ
আকাশে বাতাসে নদী ও পাহাড়ে শাদায় সবুজে…
এই সেই মহাযোগ-মুহূর্ত, যখন
বহু-বহু বিন্দুর আত্মাহূতির মধ্য দিয়ে
সফল, সম্ভব হয়ে ওঠে প্রকৃতির প্রজনন।
উন্মাতাল ঝড়ের মন্থন
বর্ষার বেতাল আলোড়ন
দুর্যোগ, দুর্ঘট– নিভুনিভু হয়ে এলে সব,
শমভাবে এসে থিতু হয় তার যাবতীয় আয়োজন।
এমনই প্রশান্ত এক বোধনঋতুতে
এরকমই এক মহাযোগে
জলপথে মা এসে নামবেন ধীরে উদয়দিগন্তে
দিদিদের সঙ্গে নিয়ে।
অদৃশ্য বীণার সূক্ষ্ম সহজ সঙ্গতে
মা এসেই কণ্ঠে ফোটাবেন গান– প্রেম ও প্রকৃতি পর্যায়ের।
প্রতিমা
বৃষ্টি খুব কম-কম লাগছে এবার।
প্রতিমার হাত মুখ অবয়ব সবই তো গড়া হলো নিটোল, নিখুঁত
কিন্তু কিছুতেই করা তো যাচ্ছে না রূপারোপ, রূপের সঞ্চার।
যা কিছু দেখেছ কিংবা শুনেছ যা, একদম ভুলে যাও সব–
কিছুই ঘটেনি যেন দ্যাখোনি কিছুই।
মেঘের আড়ালে ইন্দ্রজিৎ, দ্যাখো দৃশ্যের আড়ালে জন্ম হচ্ছে ঘটনার।
মৎস্যধর্মের কাছে পরাজিত হচ্ছে আজ শৈবাল-স্বভাব।
প্রতিমার গভীরতর প্রদেশ থেকে উঠে আসে রূপ, রূপের প্রতিম।
ছবি: স্নেহাশীষ দত্ত
Facebook Comments