রূপান্তর

আমার নতুন কলসি থেকে ধোঁয়া বার হতে দেখে

তাকাই নদীর খোলা বুকে, জল নেই, আছে ধোঁয়া

সমস্ত নিসর্গে আজ সরকারি ম্যাজিক! 

আঙুল-কাটার নিয়ে নেমে আসছে ব্রিটিশ বণিক

মসলিন-বাজারে, যারা ওদের কপালে টিপ দিচ্ছে 

তাদের আঙুল নেই কারও, সূর্যের শরীর থেকে

আজ মাংস খুবলে খাচ্ছে অভুক্ত ও হিংস্র চাঁদবেনে

পলকে রঙিন হল সাদা-কালো পূর্ণ একটি গ্রাম

ব্ল্যাংক ভার্সে অ্যাংলো সন্ধ্যা নামছে ভাষা হরিণের চোখে

জীবনের কাছে আসে নতুন ওয়েবসাইটগুলি

আমার নতুন কলসি থেকে বার হওয়া পাতলা ধোঁয়া 

ঢেকে দিচ্ছে রূপ… অপেক্ষায় গোটা চম্পকনগরী

টলছে গাঙুরের তীরে, সব ধোঁয়া সরে গেলে আজ

দেখা দেবে লখাই ও বেহুলাসুন্দরী

Facebook Comments