অপরিচিতাকে

দূরের শহরখানি ভালো থাক।

তোমার শহর, তাই। তোমার ধুলোর পথ।

নদীও তোমার।

 

তুমি তাকে চিনিয়েছো। হাত ধরে নিয়ে গেছ

গ্রীষ্মদুপুরে। জল নেই। লোক নেই।

শুকনো খাতের বুকে বালি আর নুড়ি।

মায়ার পাথর।

 

একদিন ওইখানে দেখা হবে। ঠিক।

তুমি দেখো। একদিন ওইখানে

তোমার আঙুল ছুঁয়ে দেব।

 

যতখুশি আড়ালে দাঁড়াও।

যত পারো, দূরে যাও তুমি।

চিনে নেবো।

Facebook Comments