খিদে

বেপরোয়া দৌড়ে শেষ হয় বৈজয়ন্ত দিন
আমি উবু হয়ে বসি,
ধোঁয়ায় ধোঁয়ায় ঢাকা নিজস্ব পাড়াটি গুটিয়ে নেয়
দৈনন্দিন কলহ, বেসাতি আর শরীরের স্বেদ
প্রতিদিন মৃত্যু হয় ছ’জন যুবকের
প্রতিদিন জন্ম নেয় ছ’জন যুবক
ভালোবাসা হৈ-চৈ, আদর্শ ব্যাপারী

আমি উবু হয়ে বসি,
রাসবিহারী মোড়ে এলাহাবাদ ব্যাঙ্কের ঠিক নিচে
সঞ্চয়ী ফুটপাতঘরে ভাতের সুবাস
যেকোন খিদের রঙ সাদা
যেকোন খিদের দেশ রোজ বদলায়
যেকোন খিদের সেল এ বৈশাখী ছাড়
একটা খিদের সাথে একটা মুফত
তুমি দ্বিগুন জিতেছ!
এসো উল্লাস করি!

আমি উবু হয়ে বসি,
আজ আমার ধর্মীকরণ হবে
শেষবিকেলের সূর্যে স্নান সেরে প্রস্তুত আমি
সমস্ত বাস ট্যাক্সি অটো একসাথে হর্নে মেতেছে
সে এক বিশ্বজোড়া শঙ্খনাদ
আমার সামনে রাখা পবিত্র থালায় গরম ভাতের ধোঁয়া
আমি গোগ্রাসে গিলতে থাকি,
রাসবিহারী মোড়ে এলাহাবাদ ব্যাঙ্কের ঠিক নিচে
আমি গোগ্রাসে গিলতে থাকি,
সমস্ত বিজ্ঞাপনী আলোয় আমার লাইভ টেলিকাস্ট
আমি গোগ্রাসে গিলতে থাকি
ভাত ট্রাম ব্যাঙ্কের সদর দরজা, মোহময়ী ট্রাফিক সরণী
আমি গোগ্রাসে গিলতে থাকি সঞ্চয়, অপচয় দিনান্তের ঘাম,
আমি অনায়াসে গিলে ফেলি ১২সি বাস, পুলিশ কিয়স্ক
আর ম্যাগাজিন স্টল,
আমি গোগ্রাসে গিলে ফেলি ব্রহ্মান্ডের সমস্ত রঙ,
গোগ্রাসে গিলে ফেলি আমি, খিদে ধর্মে দীক্ষিত প্রথম মানুষ

Facebook Comments