Sep
16
কালপুরুষ স্যার
এখনও আপনি বুঝি আগের মতন,
স্কুলের রাস্তার মোড়ে দাঁড়িয়ে আছেন?
বিপথে যাওয়ার জন্য ডাক দিত যারা,
যে সমস্ত লাল নীল ঢেউ
বৃথাই পেরিয়ে গেছে, আমরাও কেউ
অনন্ত সাহস নিয়ে ভাঙ্গিনি পাহারা,
ঢেউ ছুঁতে এগোইনি সে জীবনে আর।
অথচ ভেসেছি ঠিকই, মেঘে মিশে গিয়েছে পাহাড়
ট্রেন চলে যাবে দূরে আরও কিছুদিন বাদে
মফসসল সীমানা ছাড়িয়ে ।
দূরে নীল আকাশের ছাদে
এলোচুলে দাঁড়িয়েছে আকাশপরীরা
আর দুঃসহ হর্ম্যরাজি তারই কিছু নীচে
ঢালছে ভিক্ষুকবৃত্তি, অদৃশ্য পিরিচে।
মৃদুস্বরে এসি চলছে…ঠান্ডা সফলতা…
উড়ে যাচ্ছে স্বদেশে বিদেশে
অসফল দৃশ্যপট? তাও আছে… ঝুলে আছে পিচরাস্তা ঘেঁষে।
আজও ঢেউ ওঠে…
মাস্টারমশাই,
রাত্রি নামছে, আপনি আজও দিগন্তে দাঁড়িয়ে,
হাতে চকখড়ি
ঘন কালো ব্ল্যাকবোর্ডে, ফুটে উঠছে একটা দুটো তারা
Tags :
কবিতা
Facebook Comments