গলুই জীবন

golui

গলুই জীবন

রৌদ্র তুমি পর্দানশীন, সড়কপথে
অগাস্টশেষে দুপুরখানি একলা বড়
রৌদ্র, তুমি সূর্যধোয়া জলের তোড়ে
ভাসিয়ে নিলে ব্যস্ত শহর, ভিতরঘরও

আড়াল খুঁজি সমস্তদিন হন্যে হয়ে
যতির পরেও থাকছে পড়ে শব্দসেনা
চুপকথাদেশ কোন মোহনায় ডুবলো এসে!
শূন্য, তুমি আমার কাছে আর আসো না

অপথে যাই, পায়ের ছাপে পথের শুরু
দ্রিমদ্রিমাদিম আগল ভাঙে বাঁকের শেষে
হলুদনদী খুব ছুটেছে ফড়িং চলা
আমার সাথে আমার দেখা, অবশেষে

নিভৃত এক গলুই জীবন নুনবাতাসে
গলতে থাকা মোমআলোতে রাত্রি জাগে

 

অলংকরণ : সমীরণ মন্ডল

Facebook Comments