এসো, প্রশন্তির এই ঘর-দোরে

prosantir

এসো, প্রশন্তির এই ঘর-দোরে

এসো, প্রশান্তির এই ঘর-দোরে ঋজু মোম জ্বালি

জ্বালা যন্তণার সমস্ত পোশাক খুলে
আমার খালি বুকে হাত বোলাতে বোলাতে
তোমার ঝাল-মশলা ডিটারজেন্ট অধ্যুষিত হাতের খরা
ধানজমি হয়ে যাক
কররেখা দিয়ে বয়ে যাক সেচ দপ্তরের ছাড়া সময়ের জল
বাঁচুক সংসারি বানমাছ, কাঁকড়া দম্পতি

মেঠো পথের মতো হাতে জড়িয়ে ধ’রে
দৃষ্টিতে তুলে ধরো জীবনের সমস্ত কোলাহল
তোমাকে বারবার চুমু খেতে গিয়ে বুঝি
আমার ঠোঁটের ফাটলেরা ভরে যাচ্ছে সুরভিত ক্রিমে

তোমার সম্মতে নিভিয়ে দিই একমাত্র সাক্ষী মোম
ধীরে ধীরে আমাদের প্রশান্তি ছড়িয়ে পড়ে হাততালির ভিতর…

 

অলংকরণ : সমীরণ মন্ডল

Facebook Comments