দাম্পত্য

damptyo

দাম্পত্য

আসুন মিস্টার বক্সী,

এই আমাদের তিন কামরার ফ্ল্যাট।

ঘুরে ঘুরে তুলে নিন

গোপন সংকেত।

বিয়েতে পাওয়া ফুলদানি, সময়চিহ্নিত।

প্রেম কি নীল নয়নতারা-

রোজ ফুটবে দিব্যি দিয়েছিল কেউ, বলুন?

দেখুন চিরুনীতে দীর্ঘ অপেক্ষা লেগে আছে।

সত্যবতীকে কি বলে এসেছেন আজ?

কখন ফিরবেন?

কলঘরে উঁকি দিতেই পারেন।

দরজার পেছনে রাখা আমার অন্তর্বাস।

খুঁজুন অপরাধবোধ,

ইনস্টিংটের অসহায় নিঃশ্বাস।

কিচেনে সাপশব্দ?

ও কিছু না, রবিবারের মাংসখন্ড, অনুতাপময়,

পুড়ছে ঢিমে আঁচে।

এবার নিয়তিপুলিশ আসার আগে

মিস্টার বক্সী, সোফাটায় একটু বসুন।

আপনি আসবেন বলে,

আপনার প্রিয় ব্র্যান্ড আনিয়ে রেখেছি।

 

অলংকরণ : সমীরণ মন্ডল

Facebook Comments