Sep
19
আক্ষেপ
চাবুক সইতে পারি, যদি ওহে দীননাথ, ঘোড়া
চৈতন্যে কেশর পাই, ক্ষুরে বাজে নূপুরের দূর
আমাকে যথেচ্ছ মারো কিন্তু প্রভু রণভূমি জোড়া
দিয়ে যাও শত্রু কিছু, জিতে আসি দস্যুর ত্রিপুর
তা নয়, নিশষ্প মাঠে কেটে গেল আঠেরো বছর!
রশিটি নামিয়ে রেখে কথকতা শুনে গেল দিন
প্রশ্নোত্তর পর্ব শেষে, হে মাধব, জরাদীর্ণ স্বর
চাকায় উঠেছে ঘাস, কপিধ্বজ হয়েছে প্রাচীন
অতএব পরাজয়, একচ্ছত্র ঘানিতে স্বরাট
অতএব দিনান্তের খড় ক’টি, ধুলো, মাঠঘাট
এরপরে দৃশ্যান্তর, ঘুরে যাবে কালচক্রপাকে
আমার সমস্ত শৌর্য, যেমন সচরাচর থাকে
ক্লান্ত নই, ক্ষুব্ধ নই, শুধু প্রভু আমাকে বোঝাও
কশাটি নিলে যে হাতে, বীরগতি পেলে কি কোথাও?
Tags :
কবিতা
Facebook Comments