Sep
14
আবহ
আবহ
আজ বস্তু ছেড়ে আলো কিছুতেই যেতে যে চাইছে না
তা নিয়েই দীর্ঘ থেকে দীর্ঘতর হোক আলোচনা
‘এতো মায়া’ বলেছিল নির্জন মানুষ
বলেছিল ‘কথার ভিতরে সেই মাদুরের মণিহারি বোনা’
লোকায়ত কালচে হিমে ভিজে যাচ্ছে পুরোনো কামান,
এলোমেলো চুল, মাথাপিছু প্ররোচনা
ছোট-ছোট সত্যে আজ চমকে উঠছে মন
এ নিয়েই দীর্ঘ থেকে দীর্ঘতর হোক আলোচনা
অলংকরণ : সমীরণ মন্ডল
Tags :
কবিতা
Facebook Comments