শারদীয়া
শারদীয়া ১
পর্যায় সারণিতে যথাযথ অবস্থান মেনে
বেঁকেচুরে পেরিয়েছি ব্যাগাটেলি মোড়
মাংসকুচি যদি কিছু রেখে আসি পেরেকের গায়
ততটুকু মাফ করে ফিরে নাও গর্ভে,
দয়াময়ী, বকেয়া জীবন।
আর একটি জন্ম নেই বলে
বড় মনস্তাপে কাটে বেলা
সুখ দুঃখ একটি জীবনে
মিলেমিশে একাকার হয়
আর একটি জন্ম নেই বলে
মন জুড়ে ভেঙে
নিজেরই ধাঁধাঁয় জন্ম নিই
আর একটি জন্ম নেই বলে
এ জন্মে নিজেকেই ভেঙেচুরে দেখি…
শারদীয়া ২
ভোরঘুম ভাঙানিয়া নিধু বৈরাগীর আগমনী –
‘মা মা’ সুর কেঁদে ওঠে বুকের ভিতরে
মায়ের ছায়ার পিছে পিছে ঘোরেফেরে
সারাদিন শৈশবের দুধগন্ধ,
আঁচলের ঘাম, যুঁইতেল এলোচুল,
স্নানজল চোখে ঝাপটায়,
নাকেমুখে এসে লাগে আঁশকাল,
ভাতের উথাল বুক ভরে উথলায় মায়ের সুরভি।
এঘর ও ঘর খোঁজে ‘মা মা’ ডাক বুকের ভিতরে।
মায়ের কাব্যমাখা মুখের আদল,
তৃতীয় নয়ন ঘোরে হৃৎপিণ্ডের অলিন্দে নিলয়ে
ঘুমের ভিতর থেকে জেগে ওঠে
স্বপ্নের মতন জানালা পেরিয়ে আসা
মুঠোভর শিউলির ঘ্রাণে
ভোর হেসে ওঠে মা’র মুখের মতন
আলো ও হাওয়ায় বাজে নিধু বৈরাগীর আগমনী
Facebook Comments