Sep
27
রিপুভ্রমণ
রিপুভ্রমণ
রিপুভ্রমণে কোন প্রস্তুতি লাগে না।
শুধু গাড়ি থামিয়ে
বাইপাস থেকে মদ তুলে নিতে হয়।
বাংলো প্রস্তুত থাকে।
আলো কমিয়ে হারিকেন
রেখে যায় দেহাতি বালক।
ঢিমে আঁচে মুরগি বসিয়ে
গা ধুতে চলে গেছে ওর মা।
আমাদের পশ্চাতে দম নেই।
ষোলআনা লিবিডো রয়েছে।
মদ খাওয়া শেষ হলে
প্রাক্তন প্রেমিকাকে মিসড কল।
অনিন্দ্য বমি করতে যায়।
গাঢ ফ্যান্টাসির মধ্যে শুয়ে
আমরা শুনতেও পাই না-
সারারাত পাহাড়ের ওপাশ
থেকে কয়লা ওঠে।
অবৈধ ঘামে
সাঁওতাল পরগনার বাতাস
ছেয়ে যায়।
Tags :
কবিতা
Facebook Comments