Sep
27
পরিচয়
পরিচয়
অতীত পোড়ার গন্ধে বুঁদ হয়ে আছি
ঘেন্না ধরে গেছে সব ভবিতব্যতায়
মানচিত্র, আলপথ, শম্ভু, ইয়াসিন
সব মিলে আজও আমরা কত অসহায়…
#
আমাকে মেরেছি আমি আপন সন্ত্রাসে
খুলেছি মায়ের শাড়ি, বোনের ইজের
আমারই রক্ত আমি মুছে ফেলি ঘাসে
আমার প্রমাণ-লাশ লুকিয়েছি নিজে ।
##
এবারে সেজেছি আমরা স্বয়ং-মাত্রায়
হয়েছি প্রতিশাসক বিষন্ন, স্বাধীন
প্রস্তুত উলঙ্গ-মঞ্চ… রাজায়-প্রজায়
আজি হবে পরিচয় ঘনিষ্ঠ-কঠিন ।
Tags :
কবিতা
Facebook Comments