Sep
27
আয়ু
আয়ু
এই টায়াররেখার আয়ু
আজ বিকেলের রুটিন মরুঝড়;
নিঃসঙ্গ ঈশ্বর যেমন কামতাড়িত
এক ফুঁয়ে ঘেঁটে দেন-
শ্রমিক পিঁপড়ের রেশন লাইন,
অথবা যুগলকুকুরে পড়ে ইয়াব্বড় স্যাডিস্ট ঢিল…
ঘরের ফেরার এই শেষ পথরেখাও মুছে যাবে।
তাপ ও আলোর নীচে
এই একক প্রদর্শনী শেষ হলে
মুখে মাছি বসবে।
খোলা ফাঁকা চোখে ভেসে থাকবে
গাছের ছায়া, ঠান্ডা জলের কুঁজো,
আর নিজেকে প্রমান করতে না চাওয়ার
বিষন্নতা।
আরেকটু পা চালিয়ে, বন্ধু।
এই বিষন্নতার আয়ু ততক্ষন
যতক্ষন না মৃৎপাত্র আরেকবার বীর্যে ভরে ওঠে
Tags :
কবিতা
Facebook Comments