কবিজন্ম

কবিজন্ম

প্রথম বৃক্ষের কাছে দাবি করি শব্দ ফলাফল
দ্বিতীয় বৃক্ষের কাছে কবিতা, অনন্ত ছায়াতল
শিকল খুলেছে হাত প্রভুময়তার
আঙুল খুলেছে গ্রন্থি, অঙ্গুরি, মিজরাব
দর্পণ খুলেছে নখ পাড়ায় পাড়ায়
হৃদয় খুলেছে সব প্রেম-পুণ্য-পাপ
আমিও খুলেছি চোখ নৈরাত্ম্যরীতির
সে চোখের পাতা আছে নেই কোনো স্মৃতি

সেই চোখ পড়ে আছে অসংখ্য প্রলাপে
ঠোঁট তার যন্ত্রণায় ফাঁক হয়, কাঁপে
যন্ত্রণা অক্ষর হয়ে মূর্তি পুজো পায়
মূর্তিমতী রক্তে ভাসে পুনঃ যন্ত্রণায়

শবদেহে সন্ধ্যাতারা কুপি জ্বলে ফুলে
প্রবাহে জড়তা জ্বলে অন্ত্যজ মাস্তুলে
পথিমধ্যে বাউন্ডুলে ব্যাটন বদলায়
কাঁদে, ভালোবাসে, বাঁচে, নিসর্গ চটকায়

Facebook Comments