মা

ma

মা

আমার মায়ের দু গালে নদীরা ধীর
কাটাকুটি এঁকে সাগরে মিশেছে আজ
আমার মা যেন টেরাকোটা মন্দির
স্মৃতির শ্যাওলা ঢেকে গেছে কারুকাজ।
মা’কে খুশি দিতে লাগেনা হীরার দ্যুতি
অর্ঘ্যপাদ্য‚ ভোগরাগে ভরা থালা
আমার মা যেন হাট থেকে কেনা পুঁতির
মালা পরে হাসে আদিবাসী বনবালা।
ভগবতী শুধু সুসময় এলো দেখে
মর্ত্যে আসেন; সাথে কাশ‚ নীলাকাশ
আমার দুখিনী ভাতের গন্ধ মেখে
আমাদের সাথে ঘরে থাকে বারো মাস।
ভক্ত তোমার চন্দনে কর্পূরে
রক্তলোলুপ দশপ্রহরিণী জাগে।
আমি সরে থাকি আবাহন থেকে দূরে
মাটির দেবীকে মা ডাকতে দ্বিধা লাগে।

Facebook Comments