গোঁস্যাই

গোঁস্যাই

আকাশ থেকি আগুন টোপায় শুখ্যা কেশ্যার ঘাসে
ভাতার ব্যাটা’বিটিকে নিং তোদের গোঁস্যাই আসে।
কী অর চমক, কী অর বাহার, চড়হি বাঘের ঘাড়ে
জিনের মুতুন জুয়ানটোকে কাঁটায় বিধিং মারে।
তোদের গোঁসাই মাথার সিঁদুর লালপেড়্যাতে ঢাকে
তোরা সবাই মা আর হামরা চাচী বুলি তাকে।
উপর উপর চিকুনচাকুন‚ ভিতরে খ্যাড়‚ বাঁশ
একটো বিটির পসিন প্যাঁচা‚ আরেকটো রাজহাঁস।
হাতীর মুতুন প্যাটমুটা’টো উটোও নাকি গোঁসাই তোর?
প্যাঁচা’টো আর ছুঁচ্যা’টো? আর মহিষ’টো যা ঢুঁস্যায় জোর!
আল্লা, হামার ওইকটাকে দেখলে ক্যামুন ডর করে
সবাই দেখি হোঁট্ট্যা পেড়ি অকেই আবার গড় করে!

Facebook Comments