সম্পাদকীয়

সম্পাদকীয় – কি রাশভারী শব্দ | জীবনে কোনদিন ভাবিনি আমাকে লিখতে হবে | সেই ছোটবেলায় শুকতারায় এবং তার আগে দেব সাহিত্য কুটিরের পুজোসংখ্যার  প্রথম পাতায় লেখা থাকত সম্পাদকীয় , নীচে তোমাদের দাদুমনি | কি সব জমকালো নাম ছিল নীহারিকা ,অরুণাচল, দেবলোক আরো কত কি যেন | সব কটা বই লাল রঙের বাঁধাই করা, আর প্রথম পাতায় ঝাপসা অথচ জ্বলজ্বলে অক্ষরে আমার দাদুর লেখা ,বুলান (আমার বাবা) কে দিলাম | সেই থাকে থাকে জমা বই এর স্মৃতি , একটা উঁচু টেবলে বসানো পুরনো এইচ এম ভি রেডিও তে আগের দিনের রাত্তির থেকেই মহালয়ার স্টেশন টিউন করে রাখার চেষ্টা , বহুদিনের পুরনো উত্তুরে গলি তে রং বেরঙের কাগজ লাগানো টিউব আর গলিতে ক্যাপ ফাটার শব্দ মেশানো আমার পুজোর গন্ধ | আজ কলকাতা থেকে হাজার মাইল দূরে বসে অনুভবের সম্পাদকীয়  লিখতে লিখতে সেই সব ই মনে চলে আসছে |

যাই হোক যা বলছিলাম , এই লেখার জন্য যে দায়ী সে হলো শ্রীমান দিব্যেন্দু সিংহ রায় | আমার মত আলস্যপ্রধান ব্যক্তি কে দিয়েও যে কাজ করিয়ে নিতে পারে, তার উন্নতি আটকায় কে ? আমার ঘরণী শীঘ্রই ওর কাছে কিছু টিপ নিতে চাইবেন এ ব্যাপারে |

ওর ভয়ানক তাড়া এবং উত্সাহেই আগের বার পুজোয় আমাদের প্রথম ওয়েবম্যাগ বেরয় | এবারে , তার ই দ্বিতীয় সংখ্যা| বয়স বেড়েছে এক বছর, সেই অনুপাতে ওজন ও বেড়েছে কিছুটা | তাই এবারের সংখ্যায় অনুগল্প, ছোটগল্প , কবিতা যেমন আছে , তেমনি আছে বিভিন্ন প্রবন্ধ |এই সব কিছু দিয়ে আমরা ছুঁয়ে দেখতে চেয়েছি বাঙালী কে ,তার সংস্কৃতি কে , তার অনুভব কে |

একবার অনুরোধ করাতেই এই অজ্ঞাতকুলশীল ওয়েবম্যাগে লেখা দিয়ে যাঁরা সহযোগিতা করেছেন তাঁদের কারো প্রতিই কৃতজ্ঞতার অন্ত নেই | আমাদের ক্ষুদ্র চেষ্টা কতদূর যেতে পারল তার বিচারক একান্তই আপনারা | তাই boierdunia@gmail.com তে লিখে জানান আপনাদের মতামত | আর অবশ্যই লেখকদের লেখার গুণকীর্ত্তন বা সমালোচনা করুন চুটিয়ে |

প্রার্থনা করি, বন্ধুরা আনন্দে থাকুন , আনন্দে রাখুন | আনন্দম আনন্দম !

20151011_154254

Facebook Comments